ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ ফাইল ছবি

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৯ ডিসেম্বর) ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। বায়ুদূষণের দিক থেকে আজ সকাল ৮টার দিকে বিশ্বের শহরগুলোর মধ্যে শীর্ষে চলে আসে ঢাকা।


 
বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সূচক অনুসারে, ওই সময় ২৭৫ স্কোর (একিউআই) নিয়ে ঢাকা বায়ুদূষণের ক্ষেত্রে এক নম্বরে চলে আসে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে বাতাসের বায়ুমানও ওঠা-নামা করে।

সে সময়ে বায়ুদূষণে ঢাকার পরে দেখা যায় মঙ্গোলিয়ার উলানবাটরকে। তৃতীয় অবস্থানে দেখা যায় মিশরের কায়রোকে। ঢাকার পাশাপাশি অন্য দুই শহরের বাতাসও আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ রেকর্ড করা হয়েছে।  

এ ছাড়া চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে পাশের দেশ ভারতের কলকাতা ও হিমালয়কন্যা নেপালের কাঠমাণ্ডু শহর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। তবে তা ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।  

স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।