ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কনকনে শীত তেঁতুলিয়ায়, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
কনকনে শীত তেঁতুলিয়ায়, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

পঞ্চগড়: পাহাড়ি হিমবাতাস ও ঘন কুয়াশায় মাঝারি শৈত প্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়।  

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক-মহাসড়ক।

 

শুক্রবার (১০ জানুয়ারি) ভোর থেকে সকাল সাড়ে ৬টা-৭টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে।  

সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে একই দিন সকাল ৬টায় জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।  

ওই সময় জেলায় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। ঘণ্টায় আট-নয় কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে জেলার ওপর দিয়ে।  

দেখা গেছে, হিমালয় থেকে বয়ে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। সকাল ৭টা পর্যন্ত ঘন কুয়াশায় চারপাশ ঢাকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেছে। মিলেছে সূর্যের দেখা। এদিকে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের লোকজন, শীত উপেক্ষা করে সকাল সকাল কাজের সন্ধানে বের হতে হয়েছে খেটে খাওয়া জনতাকে। একই সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

আবহাওয়া অফিস বলছে, জানুয়ারি মাস জুড়ে কয়েকবার শৈত্যপ্রবাহ বয়ে যাবে এ জেলার ওপর দিয়ে। একই সঙ্গে বাড়বে শীত।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও আজ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫/আপডেট: ০৯১৫ ঘণ্টা
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।