ঢাকা: রাজধানীতে ৪৪ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে। এতে সাত মিলিমিটার বৃষ্টিও হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা থেকে বাতাসের গতিবেগ বাড়তে থাকে। এরপর সন্ধ্যা পৌনে ৬টার দিকে দমকা হাওয়া বইতে শুরু করে। সঙ্গে বাড়তে থাকে বৃষ্টি। এ সময় পথচারীদের বিভিন্ন ছাউনিতে আশ্রয় নিতে দেখা যায়। সড়কে তেমন পানি না জমলেও যানজটের সৃষ্টি হয়।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর ঝড় হয়েছে ৪৪ কিলোমিটার বেগে।
রাত ১টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, কুমিল্লা, ফরিদপুর, মাদারীপুর এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
ইইউডি/আরবি