ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পঞ্চগড়ে আহত নীলগাই উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, মে ১১, ২০২৫
পঞ্চগড়ে আহত নীলগাই উদ্ধার উদ্ধার করা নীলগাই।

পঞ্চগড়: পঞ্চগড়ের সীমান্ত থেকে আহত একটি নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ।

রোববার (১১ মে) দুপুরের পর পঞ্চগড় সদরের গড়িনাবাড়ীর সীমান্তবর্তী সরকারপাড়া থেকে নীলগাইটি উদ্ধার করে।

এর আগে একটি ভুট্টাক্ষেতে নীলগাইটি দেখতে পেয়ে আটকে রাখে স্থানীয়রা।  

বন বিভাগ ও স্থানীয়রা জানায়, সরকারপাড়ার একটি ভুট্টাক্ষেতে নীলগাই দেখার পর বন বিভাগে খবর দেওয়া হয়। পরে বন বিভাগের কর্মীরা নীলগাইটি উদ্ধার করে। এ সময় নীলগাইটির পা এবং শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়।  

সরকারপাড়ার জয়নুল হক ও কাচ্চু মিয়া জানান, আমার ভুট্টাক্ষেতে নীলগাইটি লুকিয়ে ছিল। আহত হওয়ায় কারণে বাইরে বের হতে পারছিল না। পরে সবাই মিলে প্রাণীটিকে ধরে মাথায় পানি দিই। প্রাণীটার শরীরে কাটা দাগ আর ক্ষত ছিল।

পঞ্চগড়ের বনবিভাগের কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, খবর পেয়ে আমরা নীলগাইটি উদ্ধার করি। সীমান্তের কাঁটাতারের বেড়ার ফাঁক গলিয়ে ভারত থেকে আসার সময় শরীরে আঘাতপ্রাপ্ত হয় নীলগাইটি।  

প্রাণিসম্পদ বিভাগের সহায়তায় নীলগাইটি সুস্থ করার চেষ্টা চলছে। পুরোপুরি সুস্থ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।