ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বাঁদরের অন্যরকম বাঁদরামি

ফটো: মার্ক জিকো ডি রোজারিও, ওয়েব এডিটর<br>ক্যাপশন স্টোরি: আসিফ আজিজ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৩
বাঁদরের অন্যরকম বাঁদরামি

গুলশান লেকের পাশ দিয়ে হাঁটার পথে হঠাৎ গাছ থেকে লাফ মেরে সামনে পড়লো এক বাঁদর। ক’জন মানুষ যে হাঁটছেন রাস্তা দিয়ে তার যেন পাত্তাই নেই।

প্রথমে ভয়ে একটু দূরে সরে গেলেও শহরের যান্ত্রিক পরিবেশের মধ্যে এই অরণ্যচারীকে দেখতে ভালোই লাগলো।
Augu
ক্যামেরা বের করতেই শুরু হলো তার স্বভাবসুলভ দুষ্টুমি। দেখে মনে হলো বেশ খুশি সে এখন।

August
ক্যামেরার চোখেই এখন চোখ তার। কথা বলতে থাকলো ক্যামেরার চোখে চোখে।
August

এরপর শুরু যা শুরু হলো, তার সঙ্গে ফ্যাশন ফটোগ্রাফারের সামনে নামিদামি মডেলের নানা অঙ্গভঙ্গিতে নিজেকে প্রকাশ করারই তুলনা চলে।
August

ফটোগ্রাফারের পজিশন পরিবর্তনের সঙ্গে সঙ্গেই পরিবর্তন তার ভঙ্গির। বুঝে ফেলেছে, আমাকে এখন এভাবেই ভালো লাগবে!
August

তারপর দু’হাত ছড়িয়ে জানান দিলো, আমি এভাবেও পোজ দিতে পারি।
August

ছবিতোলা পর্ব শেষ হতেই খাওয়ায় মনোযোগ তার। যেন কিছুই হয়নি!
August/

ফেরার পথে দূর থেকে বেশ বিমর্ষই মনে হলো তাকে। হয়তো ভাবছে, এতক্ষণ তো ভালোই ছিলাম!

বাংলাদেশ সময়: ০৩০১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৩
এএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।