ঢাকা, মঙ্গলবার, ২৭ কার্তিক ১৪৩১, ১২ নভেম্বর ২০২৪, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

হলদিয়া খাল থেকে দু’টি হরিণসহ দুই পাচারকারী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৩

মংলা (বাগেরহাট): সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হলদিয়া খাল থেকে দু’টি হরিণসহ দুই পাচারকারীকে আটক করেছে বন বিভাগের কর্মীরা।

শনিবার ভোরে সুন্দরবনের চরাপুটিয়া এলাকার হলদিয়া খাল থেকে হরিণসহ পাচারকারীদের আটক করা হয়।



আটক পাচারকারীরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা মো. মুনছুর আলী (৫০) ও মো.  মানিক শেখ (২৫)।

চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান বাংলানিউজকে জানান, ভোরে হলদিয়া খাল দিয়ে ইঞ্জিনচালিত নৌকাযোগে হরিণ দুটি নিয়ে খুলনার কয়রার দিকে যাচ্ছিল পাচারকারীরা। এ সময় চাঁদপাই রেঞ্জের টহলদল তাদের নৌকা তল্লাশি করে একটি জীবিত ও একটি জবাই করা হরিণ উদ্ধার করে ও দুই পাচারকারীকে আটক করে।  

জীবিত হরিণটি করমজল হরিণ প্রজনন কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর জবাই করা হরিণটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলে তিনি জানান।

এ কর্মকর্তা আরও জানান, এ শিকারী চক্রটি দীর্ঘদিন ধরে বন থেকে হরিণ শিকার করে দেশের বিভিন্ন এলাকায় পাচার করে আসছে। আটকদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৩
এসআর/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।