ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সুন্দরবন ও পরিবেশ রক্ষায় ক্রেল প্রকল্পের কার্যক্রম শুরু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৩
সুন্দরবন ও পরিবেশ রক্ষায় ক্রেল প্রকল্পের কার্যক্রম শুরু

বাগেরহাট (মংলা): সুন্দরবনের জীব বৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষার  উদ্দেশে দেশের চারটি অঞ্চলে শুরু হয়েছে ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেম অ্যান্ড লাইভলিহুডস (ক্রেল) প্রকল্প।

এ প্রকল্পটি বাস্তবায়ন হবে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায়।

  প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৩৬ মিলিয়ন মার্কিন ডলার।

ক্রেলের প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী এসএম জিয়াউল হক জানান, সুন্দরবনসহ অন্যান্য রক্ষিত এলাকার জীব বৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষার উদ্দেশে বাগেরহাটের মংলা, মোড়েলগঞ্জ , শরণখোলা ও সাতক্ষীরার শ্যামনগর এবং খুলনার দাকোপ ও কয়রা এ প্রকল্প বাস্তবায়িত হবে।

ইউএসএইড বাংলাদেশ ২০১২ সাল  থেকে ৫ বছর মেয়াদী এ কার্যক্রম শুরু করে এবং এ প্রকল্পটি ২০১৭ সালে শেষ হবে।

এসময় উপস্থিত ছিলেন, হারজিয়া লিপি, মোহতাসিম বিল্লাহ, জিনাত আরা আফরোজ, মিজানুর রহমান, কায়েমুন নেছা, তৌহিদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৩
এসএইচ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।