ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কক্সবাজারে পাহাড়ি জনগোষ্ঠীদের নিয়ে কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
কক্সবাজারে পাহাড়ি জনগোষ্ঠীদের নিয়ে কর্মশালা ছবি: সংগৃহীত

ঢাকা: কক্সবাজারের ইনানিতে বান্দরবানের গহীন বনে বাস করা পাহাড়ি জনগোষ্ঠীদের নিয়ে তিন দিনব্যাপী কর্মশালার আয়োজন করছে বেঙ্গল ক্র্যাফট ও ক্রিয়েটিভ কন্সারভেশন অ্যালায়েন্স (সিসিএ)।  

আগামী ০৫-০৭ অক্টোবর ইনানি হিল রিসোর্টে কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

এর আগে, মঙ্গলবার (০৪ অক্টোবর) ওরিয়েন্টেশনের মাধ্যমে শুরু হয়েছে এর কার্যক্রম।

কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে আয়োজকপক্ষ থেকে জানানো হয়, কর্ম উৎসাহ ও দক্ষতা বাড়ানো, বনের উপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প জীবিকার ব্যবস্থা করা, নারীর ক্ষমতায়ন, শিক্ষার হার বাড়ানো, উদ্ভাবনী দক্ষতাসহ আরও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
 
এ কর্মশালার মাধ্যমে বনের উপর যেমন মানুষের নির্ভরশীলতা হ্রাস পাবে, তেমনি তাদের বিকল্প জীবিকার ব্যবস্থা হবে। এর ফলে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, একইসঙ্গে বনের জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা পালন করবে বলেও জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।