সোমবার (২৪ এপ্রিল) বিকেল থেকে রাজধানীতে বৃষ্টি পড়া বন্ধ হয়। এরপর মেঘাচ্ছন্ন আকাশের বৃষ্টির ভাবাপন্ন হলে বৃষ্টি হয়নি।
টানা কয়েক দিনে বৃষ্টি ভোগান্তির পর রোদের আভাস পেয়ে নগরজীবনে ফিরে এসেছে স্বস্তি। বিশেষ করে সকালে কর্মস্থলগামী মানুষের।
সচিবালয়ে কর্মরত বাবুল হোসেন বলেন, গত তিন-চার দিন বৃষ্টির কারণে অনেক ভোগান্তিতে ছিলাম। গাড়িতে ওঠা যাচ্ছিলো না, যানজট, কাদা ও জলাবদ্ধতা সব কিছু মিলে ভোগান্তির শেষ ছিলো না।
তবে আবহাওয়া অফিস বলছে ভিন্ন কথা, আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পযর্ন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গপোসোগরে অবস্থিত। যে কোনো সময় আবহাওয়ার তারতম্য হতে পারে।
সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু, রাজশাহী ও খুলনা বিভাগে দুই এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এমসি/বিএস