ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সৌন্দর্য বর্ধনে সড়কের পাশে ‘স্ট্রিপ বাগান’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, জুন ৪, ২০১৭
সৌন্দর্য বর্ধনে সড়কের পাশে ‘স্ট্রিপ বাগান’ সৌন্দর্য বর্ধনে সড়কের পাশে ‘স্ট্রিপ বাগান’

ঢাকা: বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের সম্মুখীন দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এ বিষয়ে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে। এরই অংশ হিসেবে নতুন অর্থবছরে সারাদেশে বনায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পরিবেশের বিরূপপ্রভাব মোকাবেলায় এ বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০১৭-১৮ অর্থবছরে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে ১১২০ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে।

এরমধ্যে অনুন্নয়ন ৫৩৫ কোটি, উন্নয়ন ব্যয় ৫৮৫ কোটি টাকা ধরা হয়েছে।

সরকারি অর্থায়নে উপকূলবর্তী এলাকাসহ সারা দেশে সবুজায়ন বৃদ্ধি করা হবে। অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট ঘোষণায় ২০ হাজার হেক্টর ম্যানগ্রোভ বনের কথা বলা হয়েছে। ম্যানগ্রোভ বনের মধ্যে থাকবে কেওড়া, বাইন গাছ।
 
এছাড়া সাড়ে ১৭ হাজার হেক্টর জমিতে অংশীদারিত্বমূলক ব্লক বাগান করার কথা বলা হয়েছে। আর ৩ হাজার ৬০০ কি. মি. রাস্তায় করা হবে স্ট্রিপ বাগান।
 
স্ট্রিপ বাগানের বড় একটি অংশ হবে রাজধানী ঢাকাতে। ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের রাস্তায় সবুজায়ন করার পরিকল্পনা রয়েছে। আগামী তিন অর্থবছরে ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও বেড়িবাঁধ এলাকায় লাগবে নতুন গাছ।
 
অংশীদারিত্বমূলক ব্লক বাগানের মধ্যে থাকবে ফল, ওষুধী, ফুল গাছসহ নানা উপকারভোগী গাছ। যেসব গাছ সরাসরি সামাজিক উন্নয়নে কাজ করবে। সরকারি অর্থায়নে ব্যক্তি উদ্যোগে এই ব্লক বাগান করা হবে।
 
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সবুজ বেষ্টনী তৈরি, ভূমিহীন দরিদ্রদের পুনর্বাসন, দারিদ্র দূরীকরণের জন্য কর্মসংস্থান সৃষ্টি, ভূমিক্ষয় ও জীববৈচিত্র্য হ্রাস রোধকল্পে এ উদ্যোগ নেওয়া হয়েছে।  
 
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে দেশে জনপ্রতি বনভূমির পরিমাণ মাত্র দশমিক ০২ হেক্টর। যা পৃথিবীর ইতিহাসে সর্বনিম্ন। জনসংখ্যার ক্রমবর্ধমান হার বজায় থাকলে বনভূমির পরিমাণ আরো কমতে থাকবে। যা পরিবেশর জন্য মারাত্মক হুমকি। এ চিন্তা মাথায় রেখে এখন থেকে আগামী তিন অর্থবছরে বৃহৎ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
 
এবিষয়ে প্রধান বন সংরক্ষক সফিউল আলম বাংলানিউজকে বলেন, ‘অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে যেটা বলা হয়েছে। সেটা সারাদেশের বনায়নের কথা বলা হয়েছে। এর অংশ হিসেবে এই অর্থবছরেই ২ কোটি গাছ লাগনো হবে। আগামী তিন অর্থ বছরেই অব্যাহতভাবে বনায়ন করা হবে। ’

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
এসএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।