বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি ও প্রকল্পের সাব-ম্যানেজার অধ্যাপক মো. মনোয়ার হোসেন প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান।
তিনি বলেন, সারা বিশ্বে যে সব প্রাণী আছে তার ১০০ ভাগের মধ্যে ৭৫ ভাগই পোকমাকড়।
এ গবেষণাগারে ৬শ প্রজাতির কীট-পতঙ্গ সংগ্রহ করে ১৫০টির ডিএনএ বারকোডিং করা হয়েছে। এছাড়াও এ ল্যাবরেটরিতে বিলুপ্তপ্রায় নানা প্রজাতির কীটপতঙ্গ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিশ্বব্যাংকের অর্থায়ন ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের সহায়তায় ২০১৪ সালের সেপ্টেম্বরে প্রকল্পটির কাজ শুরু হয়।
প্রকল্পটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রোগ্রাম অফিসার ফরহাদুল ইসলাম ভূইয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এএ