ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সোনাগাজী থেকে চিত্রা হরিণ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
সোনাগাজী থেকে চিত্রা হরিণ উদ্ধার চিত্রা হরিণ। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর সোনাগাজী মুহুরী প্রকল্প (মুহুরী প্রজেক্ট) এলাকা থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে হরিণটি উদ্ধার করা হয়। পরে পুলিশ উদ্ধারকৃত হরিণটি সোনাগাজী উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করে।

উদ্ধার হওয়া হরিণটি সোনাগাজী উপজেলা বন বিভাগের তত্ত্বাবধানে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের কাজিরবাগ ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. হারুনুর রশিদ বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে, চট্টগ্রামের মিরসরাই শিল্পাঞ্চল সংলগ্ন কেওড়া বন থেকে হরিণটি মুহুরী প্রজেক্ট এলাকায় এসে পড়েছে।

বাংলাদেশ সময়: ০২২৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।