ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মৌলভীবাজারে ধরা পড়ল বিরল প্রজাতির দুই মাছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
মৌলভীবাজারে ধরা পড়ল বিরল প্রজাতির দুই মাছ বিরল প্রজাতির মাছ

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলায় এক কৃষকের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির দু'টি মাছ। মাছ দু’টি নিয়ে কৌতূহল দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের গোমরা এলাকার লিল মিয়া স্থানীয় খাইঞ্জার হাওরে মাছ ধরতে গেলে তার জালে ধরা পড়ে মাছ দু’টি।

লিল মিয়া জানান, হাওরে মাছ ধরতে গেলে অন্যান্য মাছের সঙ্গে এ মাছ দু’টি ধরা পড়ে।

মাছ দু'টি নিয়ে রাস্তায় বের হলে সেগুলো দেখার জন্য উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। পরে মাছগুলো বাড়িতে না নিয়ে স্থানীয় যুব প্রশিক্ষণ কেন্দ্রের জমা দিয়েছি।

এ বিষয়ে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সপেক্টর (ফিশারী) মোস্তফা ভূইয়া বলেন, মাছ দু’টি বিরল প্রজাতির। এটি সাধারণত হাওরে খুব কমই পাওয়া যায়, সম্ভবত এটি সামুদ্রিক মাছ হবে।

তিনি আরো বলেন, এ মুহূর্তে মাছ দু’টির প্রকৃত নাম বলা সম্ভব নয়। যুব প্রশিক্ষণ কেন্দ্রের একটি হাউজে মাছ দু’টি সংরক্ষণ করে করে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।