মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ইনচার্জ গৌরব রায় বাংলানিউজকে বলেন, শুক্রবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা রামনগর থেকে সাতক্ষীরাগামী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে দু’টি বস্তায় ভরা ৯০টি কচ্ছপ উদ্ধার করেন। যশোরের কেশবপুর উপজেলার মধ্যগ্রামের শমসের রহমানের ছেলে লুৎফর রহমান কচ্ছপগুলো ভারতে পাচারের জন্য চট্টগ্রাম থেকে সাতক্ষীরায় নিয়ে যাচ্ছিলেন।

জেলা বন সংরক্ষণ কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, হাইওয়ে পুলিশ কর্তৃক উদ্ধারকৃত বিরল প্রজাতির কচ্ছপগুলো শুক্রবার দুপুর ১২টার দিকে কামারখালীর গড়াই নদীতে অবমুক্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
আরএ