রোববার (১ এপ্রিল) মানবদেহ ও পরিবেশের উপর পলিথিনের ক্ষতিকর প্রভাব এবং তা থেকে উত্তরণের উপায় শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগ ও বিএনপির তরুণ নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দলমত নির্বিশেষে এতো বড় হুমকি মোকাবিলা করতে আমরা একসঙ্গে কাজ করছি।
পলিথিনের মাধ্যমে মারাত্মক সব রোগের ঝুঁকি রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, গবেষণায় প্রমাণিত হয়েছে পলিথিন উৎপাদন ও বাজারজাত এবং ব্যবহারের সঙ্গে জড়িত সব ব্যক্তি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে। পলিথিন ব্যবহারে চর্মরোগ এবং ক্যান্সারসহ অন্য জটিল রোগ আক্রমণ করতে পারে। চিকিৎসাবিজ্ঞানে চর্ম রোগের এজেন্ট হিসেবে খ্যাত এই পলিথিনকে রং করতে ক্যাডমিয়ামের প্রয়োজন হয়। আর এই ক্যাডমিয়াম যেকোনো সময় খাবারের সঙ্গে মিশে ঝুঁকির সৃষ্টি করতে পারে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সিরাজুম মুনির টিপুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন একই সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাফরুহা মারফি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুন নাহার, ব্যারিস্টার শেখ মো. সামিউল ইসলামসহ প্রমুখ।
এ সময় বক্তারা সরকারকে প্রচলিত আইন বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে পাট ও কাপড়ের ব্যাগের প্রচলন বাড়াতে ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ ও প্রশাসনের নজরদারি বাড়ানোর পরামর্শ দেন। এছাড়া পলিথিনের বিকল্প হিসেবে জনসাধারণকে নতুন পাটের তৈরি পচনশীল পলিথিন ব্যাগ ব্যবহারের আহ্বান জানান। যাতে ৭০ ভাগ পাটসহ ৩০ ভাগ অন্য রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকে এবং যা ১ থেকে দেড় মাসের মধ্যে মাটির সঙ্গে মিশে যায়।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এমএএম/আরআর