২৫ দিন অাগে ওই গ্রামের পিয়ার মণ্ডলের একটি বিদেশি জাতের গরুর বকনা বাছুর জন্ম নেয়। জন্মের পর থেকেই বাছুরটি প্রতিদিন দুধ দিচ্ছে।
গাভীর মালিক পিয়ার আলী মণ্ডল বাংলানিউজকে বলেন, ২৫ দিন আগে বাছুরটি জন্ম নেয়। জন্মের পর আমরা ভেবেছিলাম বাছুরটির স্তনের বাটে টিউমার হয়েছে। কিন্তু দুইদিন পরই এটি পূর্ণাঙ্গ স্তনে পরিণত হয় এবং বাটে দুধ এসে ফুলে থাকে। এক পর্যায়ে বাট থেকে এমনিতেই দুধ বের হতে থাকে। এরপর প্রতিদিন আধা লিটার করে বাছুরটি দুধ দিচ্ছে।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহফুজুর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে বাছুরটি দেখতে যাই। এখনও বাচ্চাটি সুস্থ রয়েছে। হরমোনজনিত কারণে এমনটা হতে পারে।
তবে অতি উৎসাহিত হয়ে বাছুরটির স্তন থেকে দুধ বের না করার পরামর্শ দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এনটি