ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

অসহ্য গরম শেষে স্বস্তির বৃষ্টি

এম আব্দুল্লাহ আল মামুন খান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জুলাই ১, ২০১৮
অসহ্য গরম শেষে স্বস্তির বৃষ্টি অসহ্য গরম শেষে স্বস্তির বৃষ্টি

ময়মনসিংহ: ঘরে-বাইরে স্বস্তি ছিল না কোথাও। গরমে কাহিল হয়ে পড়েছিলেন সবাই। অসহ্য গরমে দিশেহারা হয়ে পড়েছিল মানুষজন। অবশেষে আকাশ থেকে ঝরলো বৃষ্টি। স্বস্তির বৃষ্টিতে নাগরিক জীবনে পড়লো শান্তির সুবাতাস। 
 
 

রোববার (১ জুলাই) বিকেল পৌনে ৫টা থেকে নেমে আসা বৃষ্টিতে গরমের একচেটিয়া দাপট থেকে মিলেছে নিস্তার। অনেকেই মনের আনন্দে বৃষ্টিতে ভিজেছেন।

কাকভেজা হয়ে পথ চলেছেন পথচারীরাও। প্রাণ ফিরে পেয়েছে যেন পিচঢালা রাজপথও।  

দেখা গেছে, গত ক’দিন যাবতই প্রখর খরতাপে পুড়ছিল ময়মনসিংহ। বিশেষ করে রোববার সকাল থেকেই অসহনীয় খরতাপে কাবু হয়ে পড়ে জনজীবন। নগরী থেকে শুরু করে গ্রাম সব জায়গাতেই ছিল একই অবস্থা। অসহ্য গরমে হাসফাঁস অবস্থা ছিল সবার।  

এমন অবস্থায় সবার যেন ব্যাকুল প্রতীক্ষা, কখন নামবে স্বস্তির বৃষ্টি। চাতক পাখির মতো বৃষ্টির জন্য অপেক্ষা শেষে খরতাপে হাঁপিয়ে ওঠা মানুষজনকে ভিজিয়ে দিতে মেঘে মেঘে ঢেকে যায় আকাশ। প্রত্যাশার বৃষ্টি নামায় ‘আহা কী আনন্দ’ জনজীবনে।  

মুষলধারে বৃষ্টিতে নগরীর কোনো কোনো সড়কে সামান্য পানি জমলেও মুহূর্তেই সেই পানি নেমে গেছে। অপ্রস্তুত জীবনে বৃষ্টি খানিকটা যন্ত্রণার হলেও নগরীতে কমেছে ধূলোবালির দাপট। মাথায় প্লাস্টিকের কাগজ মুড়িয়ে ঝুপঝাপ বৃষ্টির মাঝেই নগরীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটেছেন রিকশাচালকরা।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮ 
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।