ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মাছের ঘেরে ৩০ কেজি ওজনের গুঁই সাপ! 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
মাছের ঘেরে ৩০ কেজি ওজনের গুঁই সাপ!  ঘেরের জালে ধরা পড়েছে কালো গুঁই সাপ/ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের কেশবপুরে ৩০ কেজি ওজনের গুঁই সাপ ধরা পড়েছে। স্থানীয়রা একে গোসাপ বা গুড়গুড়েল নামেও চেনেন।

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাগরদাঁড়িতে একটি ঘেরে মাছ ধরার সময় জালে বিরল গুঁই সাপটি ধরা পড়ে। ৩০ কেজি ওজনের সাপটি লম্বা প্রায় ১২ ফুট।



মৎস্য ঘেরটির মালিক লিটন হোসেন বাংলানিউজকে বলেন, দুপুরে ঘেরে জাল দিয়ে মাছ ধরার সময় সাপটি ধরা পড়ে। পরে তার কেশবপুর মাছ বাজারস্থ মাছের আড়তে নিয়ে এলে' উৎসুক মানুষ ভিড় করে। তিনি আরও বলেন, ধারণা করছি ওর জোড়া আরও একটা সাপ থাকতে পারে। দ্রুত সেটিও ধরা না পড়লে মাছ খেয়ে ফেলবে।

কেশবপুর উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ঘটনাটি শুনে আমি পরিদর্শন করেছি। এটা বিরল প্রজাতির একটা প্রাণী। ইতোমধ্যে বিষয়টা খুলনা বন বিভাগকে জানিয়েছি এবং পরবর্তী নির্দেশনা মোতাবেক কাজ করছি।  

বাংলাদেশে এখন পর্যন্ত তিন প্রজাতির গুঁই সাপ দেখা গেছে। এর মধ্যে সোনা গুঁই সাপ, কালো গুঁই সাপ এবং রামগদি বা বড় জাতের গুঁই সাপ।
 
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
ইউজি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।