ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গাজীপু‌রে সাফারি পার্কে জন্ম নিলো জেব্রার শাব‌ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
গাজীপু‌রে সাফারি পার্কে জন্ম নিলো জেব্রার শাব‌ক মা জেব্রার পাশে দাঁড়িয়ে আছে জন্ম নেওয়া শাবক।

গাজীপুর: গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মু‌জিব সাফারি পা‌র্কে একটি জেব্রার শাব‌কের জন্ম হ‌য়েছে। ‌রোববার (২৪ মার্চ) ভো‌রে এ জেব্রা শাবক‌টি জন্ম নেয়।

সাফারি পা‌র্কের বন্যপ্রাণী প‌রিদর্শক মো. আ‌নিছুর রহমান বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, সকা‌লে জেব্রা বেষ্টনী‌তে গি‌য়ে দেখা গে‌ছে এক‌টি জেব্রা শাব‌ক জন্ম নি‌য়ে‌ছে।

জেব্রা শাবক‌টি সুস্থ আছে ও মা জেব্রার স‌ঙ্গে র‌য়ে‌ছে।

এ‌নি‌য়ে বঙ্গবন্ধু সাফারি পা‌র্কে ১৫টি জেব্রা হ‌লো। এর আ‌গেও বি‌ভিন্ন সময় এ পা‌র্কে আ‌রো চারটি জেব্রা শাব‌কের জন্ম হয়েছে। বি‌ভিন্ন সময় আ‌ফ্রিকা থে‌কে জেব্রা সংগ্রহ ক‌রে এ পা‌র্কে আনা হয়। জেব্রা শাবক‌টি নারী না‌কি পুরুষ তা জানা যায়‌নি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।