ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পঞ্চগড়ে উদ্ধার ৪০ টিয়া পাখি অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
পঞ্চগড়ে উদ্ধার ৪০ টিয়া পাখি অবমুক্ত টিয়া পাখি অবমুক্ত করছেন ডিসি সাবিনা ইয়াসমিন। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: পঞ্চগড়ে পাচারের সময় উদ্ধার ৪০টি দেশি জাতের টিয়া পাখি অবমুক্ত করা হয়েছে।  

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পাখিগুলোকে খোলা আকাশে মুক্ত করে দেওয়া হয়। জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিনের মাধ্যমে পাখিগুলো অবমুক্ত করা হয়।

এর আগে, সকালে জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে সিরাজগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস থেকে পাচারের সময় এসব পাখি উদ্ধার করে পঞ্চগড় বন বিভাগের কর্মীরা।  

পঞ্চগড় বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মধুসুদন বর্মণ বাংলানিউজকে জানান, জেলার তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে দেশি জাতের টিয়াসহ ফাঁদ পেতে নানা জাতের পাখি আটক করে পাচার করছিলেন একই উপজেলার তীরনইহাট ইউনিয়নের হুলাসুজোত গ্রামের আব্দুল জব্বার। পরে তিনি পাখিগুলো নাটোরের মজিবুল হক নামে এক পাচারকারীর কাছে বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাসে থাকা একটি খাঁচা থেকে ৪০টি টিয়া উদ্ধার করেন বন বিভাগের বিট কর্মকর্তা। তবে এসময় কাউকে আটক করতে পারেননি তারা।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিসি সাবিনা ইয়াসমিন।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।