ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কোটি টাকা মূল্যের সেই তক্ষক অবমুক্ত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
কোটি টাকা মূল্যের সেই তক্ষক অবমুক্ত  উদ্ধার হওয়া তক্ষক। ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলার লোকালয়ে থেকে উদ্ধার হওয়া কোটি টাকা মূল্যের সেই তক্ষকটি অবমুক্ত করা হয়েছে। 

রোববার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরী-মুকরীর সংরক্ষিত বনে তক্ষকটিকে অবমুক্ত করা হয়।  

চরফ্যাশন সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার, রেঞ্জ অফিসার মো. আলাউদ্দিন, কুকরী-মুকরী রেঞ্জ অফিসার সাইদুল ইসলাম ও এসআই রফিকুল ইসলামের উপস্থিতিতে তক্ষকটি বনে অবমুক্ত করা হয়।

 

এর আগে শনিবার (৬ এপ্রিল) বিকেলের দিকে ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের ব্র্যাক সেন্টার এলাকা থেকে এ তক্ষকটি উদ্ধার করা হয়। তক্ষকটি উদ্ধারের পর ভোলা শহর জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। এটি দেখার জন্য ভীড় জমান উৎসুক মানুষ।

ভোলা সদর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তক্ষকটি সম্পূর্ণ সুস্থ রয়েছে, তাই তার চিকিৎসার প্রয়োজন হয়নি।  

তিনি আরো বলেন, প্রায় ১০ ইঞ্চি লম্বা ও ২০০-৩০০ গ্রাম ওজনের এ তক্ষকটি কর্ডোটা পর্বের প্রাণী। এর বৈজ্ঞানিক নাম জিকো (Gekko Gekko)। মেডিসিন তৈরিতে এ জাতীয় প্রাণী ব্যবহৃত হয়। যা থাইল্যান্ড ও জাপানসহ বিভিন্ন দেশে ব্যাপক চাহিদা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।