ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ডারবানে বাংলাদেশের নেতৃত্বে আন্তর্জাতিক কোর প্রতিষ্ঠার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১১

ঢাকা: সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা আন্তর্জাতিক কোর’ প্রতিষ্ঠার দাবিতে স্মারক লিপি দেওয়া হয়।

এর আগে কোয়ালিশন অব লোকাল এনজিওস বাংলাদেশ’র (সিএলএনবির) চেয়ারম্যান হারুনূর রশিদের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এটি প্রায় ৩৫০ সদস্যের এনজিওর সমন্বয়ে একটি সংগঠন।

সমাবেশে হারুনূর রশিদ বলেন, ‘ডারবানে ২৮ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে । ’ তিনি সেখানে ক্ষতিগ্রস্থ দেশগুলোকে নিয়ে বাংলাদেশের নেতৃত্বে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা আন্তর্জাতিক কোর’ প্রতিষ্ঠার প্রস্তাব ও উদ্যোগ গ্রহণ করার দাবি জানান।

‘কারণ, বাংলাদেশ ক্ষতিগ্রস্থ দেশ। আমরা এ সুযোগ হারালে অন্য দেশ এ সুযোগ নিতে পারে। ’

তার মতে, এজন্য সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে লবিং করতে পারে।

তাতে ২০২৫ সাল নাগাদ বাংলাদেশে আরো বেশি আন্তর্জাতিক সহযোগিতা পাবে বলে তিনি মনে করেন।

সিএলএনবি’র চেয়ারম্যান হারুনূর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।