সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেনে উদ্ধার করা পাখিগুলোকে অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার রাত থেকে সাভারে অভিযান পরিচালনা করে ভোর পর্যন্ত এ পাখিগুলো উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক এ বিষয়ে বাংলানিউজকে বলেন, রাত ২টা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের ইটখোলা, বাইপাইল, জিরাবো এলাকায় অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। যাত্রীবাহী বাসের ছাদে করে পাখিগুলো আনা হচ্ছিল। পাখি উদ্ধার করা সম্ভব হলেও কাউকে আটক করা যায়নি। আমরা
তদন্ত করে দেখবো কারা এর সঙ্গে জড়িত। কী উদ্দেশ্যে পাখিগুলো আনা হচ্ছিল ঢাকায়।
বাংলাদেশের সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
আরকেআর/এএ