নদী ছাড়া কাশেদের যেন একদম মানায় না। কাশেরাও নদীর সংস্পর্শ ছাড়া তাদের দারুণ সৌন্দর্য আর অহংকারটুকু জেগে ওঠে না।
শ্রীমঙ্গল উপজেলার এই পাহাড়ি নদীর নাম ভুরভুরিয়া। তবে এখন এই নদীটিকে ‘ভুরভুরিয়া ছড়া’ বানিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের দায়ভার থেকে ধ্বংস করার জন্য চলছে নিরন্তর চেষ্টা। এতদিন ছিল স্থানীয় বালুখেকোদের থাবা। বর্তমানে প্রশাসনের নজরদারিতে তা এখন এখানে সাময়িকভাবে বন্ধ। সে বিবেচনায় নিসর্গপ্রেমীদের কৃতজ্ঞতা পেতেই পারেন স্থানীয় প্রশাসন। কারণ, এভাবেই যে রক্ষা হয়েছে নদী আর কাশবনের টিকে থাকা।
চায়ের রাজধানী আর পর্যটননগরী শ্রীমঙ্গলের ভুরভুরিয়া নদীর পাশ ঘিরে মাথা উঁচু করে সম্মিলিতভাবে দোল খাচ্ছে শ্বেতশুভ্র কাশ। এর নয়নাভিরাম নজরকাড়া রূপের হাতছানি মানুষের মনকে নাড়া দিয়ে কাছে টেনে আনে। কাশবনের সঙ্গে নিবিড়ভাবে মিশে যেতে শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকরা প্রতিদিনই ভিড় করছেন এখানে। কেউ জানে না! এই জায়গাটি কবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হটকেক’ (ভাইরাল) হয়ে গেছে। এখন তো দলে দলে ছুটে আসছে লোক। কাশেদের আজ একা থাকার দায় ঘুচলো। মানুষের মনে যে সৌন্দর্যপিপাষু ভ্রমণ মানসিকতাটুকু রয়েছে তার প্রকাশ ঘটেছে কেবল। এই কাশফুলের কাছাকাছিতে।
এখন কাশেদের একাকী পাওয়া যায় না! কোলাহলপূর্ণ হয়ে উঠছে এ নদীঘেষা জনপদ। টিলার এককোণে দাঁড়ালেই পাহাড়ি নদী আর বিরামহীন সৌন্দর্য। মুহূর্তে আকুল করে দু’চোখ। ভরিয়ে তোলে সমস্ত ভালো লাগার নীরব পর্যটকসাক্ষী হতে।
শহুরে জীবন থেকে এই কাশের রাজ্যে হঠাৎ এক বিকেলে ছুটে আসা মানুষরা যেন বাঁচার অক্সিজেনটুকু নিতে আসেন। কয়েকটি নিঃশ্বাসের বিশ্বাসে সেটুকু নিয়ে ফিরে যান নিজেদের গৃহে। কেমন প্রশান্তি এর? এর উত্তর জানালেন নন্দিনী তনু।
‘শহুরে জীবনে মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসে। একঘেয়েমি কাটানোর জন্য এমন প্রকৃতিতেই তো চিরশান্তি। সময় পেলেই চা বাগানে ছুটে আসা। এবার তো পাহাড়ি নদীতে কাশেদের মেলা। নদীর তীরে এমন কাশবন দেখতে খুবই সুন্দর। এই কাশফুলের শুভ্রতা মনকে শুদ্ধ করে। ’
যোগ করে তিনি আরও বলেন, নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলই তো জানান দেয় শরৎকাল এসে গেছে। কিছুদিন পরই ওরা ফুরিয়ে যাবে। আবার একটি বছরের অপেক্ষা।
ঘাসজাতীয় জলজ-উদ্ভিদ কাশ। পালকের মতো নরম সাদা সাদা এ ফুলগুলো। এর বৈজ্ঞানিক নাম Saccharum spontaneum। প্রায় তিন মিটার অবধি সোজাসোজি খাড়া হয়ে থাকে ওরা। কাশফুলের গাছগুলো দিয়ে মাদুর, গ্রাম ও চা বাগানে ঘরের বেড়া, ঘরের চাল ছাওয়া হয়।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
বিবিবি/আরবি/