ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কুমারখালীতে রান্না ঘরে মিললো ২টি গোখরা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জুন ২০, ২০২০
কুমারখালীতে রান্না ঘরে মিললো ২টি গোখরা 

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি বসতবাড়ির রান্না ঘর থেকে দুইটি গোখরা সাপ ও ২৬টি ডিম উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতপাড়া গ্রামের জসিম মাস্টারের বাড়ির রান্না ঘর থেকে স্থানীয়দের সহায়তায় সাপ দুটো উদ্ধার করে সাপুড়ে আল আমিন।  

জসিম মাস্টার জানান, সকালে একটি সাপ দেখে সাপুড়েকে খবর দেওয়া হয়।

দুপুরে সাপুড়ে আল আমিন এসে রান্না ঘরের মাটি খুঁড়ে দুটি গোখরা সাপ ও সাপের ডিম উদ্ধার করে।

সাপুড়ে আল আমিন জানান, গোখরা সাপ দুটো ঘরের মেঝের নীচে ডিম পেড়ে সেখানে বাচ্চা ফুটানোর জন্য তা দিচ্ছিলো। দুটি বিষধর গোখরাসহ ২৬টি ডিম উদ্ধার করা হয়েছে। কিছুদিনের মধ্যেই ডিমগুলো ফুটে বাচ্চা হতো বলেও জানায় সাপুড়ে।  

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘন্টা, জুন ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।