নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলার বামনাবামনি এলাকা থেকে উদ্ধারকৃত দু'টি শকুন বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে খুটামারা ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রাঙ্গণে শকুন দু’টি হস্তান্তর করেন ইউপি সচিব গুলজার হোসেন।
পরে এগুলো রংপুর বিভাগীয় বন কর্মকর্তার কাছে পাঠান উপজেলা বন বিভাগের কর্মকর্তা।
ইউপি সচিব গুলজার হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে শকুন দু’টি উদ্ধার করা হয়। পরে শকুন দু’টি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা বন কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে শকুন দু’টি আটকে যায় বামনাবামনি এলাকায়। হয়তো এগুলো ভারত থেকে এসেছিল। সেখানে শকুন দু’টি জাল দিয়ে আটক করে স্থানীয়রা। পাখি দু’টি সুস্থ রয়েছে। তবে চিকিৎসা দিয়ে সাফারি পার্কে হস্তান্তর করা হবে। আমরা এখান থেকে রংপুরে পাঠিয়েছি, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
এসআই