ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শরণখোলায় সবজি ক্ষেত থেকে অজগর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
শরণখোলায় সবজি ক্ষেত থেকে অজগর উদ্ধার উদ্ধার করা অজগর। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় সবজি ক্ষেত থেকে ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ইসমাইল খানের সবজি ক্ষেত থেকে অজগরটি উদ্ধার করেন ওয়াইল্ড টিমের সদস্যরা।

পরে রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অজগরটিকে অবমুক্ত করা হয়।

ওয়াইল্ড টিমের ফিল্ড অফিসার এইচ এম আলম হাওলাদার বলেন, সবজি ক্ষেতে অজগর দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের সমন্বয়ে আমরা অজগরটিকে উদ্ধার করি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, অজগরটি উদ্ধার করে ওয়াইল্ড টিম ও ভিটিআরটির সদস্যরা আমাদের কাছে হস্তান্তর করে। আমরা রাত সাড়ে ৭টার দিকে অজগরটি রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করেছি। ৮ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ৭ কেজি। এ নিয়ে গেল এক বছরে শরণখোলার বিভিন্ন লোকালয় থেকে ৩৯টি অজগর উদ্ধার করা হল।
 
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা,  জানুয়ারি ০৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।