ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ঈদকে সামনে রেখে সুন্দরবনে বাড়তি সতর্কতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মে ১৩, ২০২১
ঈদকে সামনে রেখে সুন্দরবনে বাড়তি সতর্কতা

বাগেরহাট: ঈদুল ফিতরকে সামনে রেখে যে কোনো ধরনের অপতৎপরতা ও চোরা শিকারিদের দৌরাত্ম ঠেকাতে সুন্দরবনে সর্বোচ্চ সর্তকতা ও নিরাপত্তা জোরদার করেছে বনবিভাগ।  

সেই সঙ্গে সুন্দরবনে কর্মরত সব কর্মকর্তা ও বনরক্ষীদের কর্মস্থলে থাকার নির্দেষ দেওয়া হয়েছে।

যা সুন্দরবনের বন্যপ্রাণীসহ প্রাণ-প্রকৃতি রক্ষায় ভূমিকা পালন করবে বলে দাবি করেছেন সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন।

বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে সুন্দরবন পূর্ব বনবিভাগের ডিএফও মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, প্রতি বছর ঈদের সময় মৌসুমী হরিণ শিকারিরা বেপরোয়া হয়ে ওঠেন। অপরাধী ও মৌসুমী শিকারিদের প্রতিরোধে সুন্দরবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া সুন্দরবন পূর্ব বনবিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল ও কর্মস্থলে থানার নির্দেষ দেওয়া হয়েছে। আশা করি, বনবিভাগের তৎপরতায় চোরা শিকারিদের অসাধু কর্মকাণ্ড বন্ধ হবে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ১৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।