ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সুপারি বাগানে জালে আটকা পড়লো অজগর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
সুপারি বাগানে জালে আটকা পড়লো অজগর অজগর।

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে ১০ হাত লম্বা একটি অজগর সাপ। সাপটি উদ্ধার করে বনবিভাগে হস্তান্তর করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে উপজেলার বালিজুড়ী তারতাপাড়া সকাল বাজার গ্রামের হাফিজুর রহমানের সুপারি বাগানে ঘের দেওয়া জালে আটকা পড়ে সাপটি।

স্থানীয়রা জানায়, সম্ভবত ওই বাগানে ঢোকার সময় জালে জড়িয়ে পড়ে সাপটি। বিশাল আকৃতির এই সাপের নড়াচড়া লোকজনের চোখে পড়লে হৈ চৈ পড়ে যায়। কিছু লোক মিলে জাল ছিঁড়ে সাপটিকে উঠোনে এনে রাখে। সাপটি লম্বায় ১০ হাত। বিশাল আকৃতির এই অজগর সাপটিকে দেখতে ভিড় জমে লোকজনের। খবর পেয়ে ঘটনাস্থলে এসে অজগরটি উদ্ধার করে পুলিশ।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, খবর পেয়ে ওই এলাকায় দ্রুত পুলিশ পাঠাই যাতে সাপটিকে কেউ মেরে ফেলতে না পারে। তৎক্ষণাৎ শেরপুর বন বিভাগকে ঘটনাটি জানাই। বন বিভাগের লোক এলে অজগরটি হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।