ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কুয়াকাটা সৈকতে ফের মিললো মৃত ডলফিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
কুয়াকাটা সৈকতে ফের মিললো মৃত ডলফিন মৃত ডলফিন

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে ১২ ফুট দৈর্ঘ্যের একটি মৃত শুশুক প্রজাতির ডলফিন।  

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে সৈকতের ফরেস্ট ক্যাম্প পয়েন্ট এলাকায় ডলফিনটি দেখতে পান জুয়েল নামে একজন।

তিনি ডলফিন রক্ষা কমিটির সদস্য।

জুয়েল বাংলানিউজকে জানান, ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে কমপক্ষে তিন-চার দিন আগে এটির মৃত্যু হয়েছে।  

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বাংলানিউজকে জানান, চলতি বছরে যতগুলো মৃত ডলফিন সৈকতে ভেসে এসেছে তার মধ্য এটি সবচেয়ে বড়, ১২ ফুটের ওপরে। ডলফিনের মৃত্যুরোধে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বাংলানিউজকে জানান, ডলফিনগুলো মারা যাওয়ার সঠিক কারণ বলা যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে। তবে এই ধরনের ডলফিনগুলো মাছ খেয়ে বেঁচে থাকে, ধারণা করা হচ্ছে, বেশিরভাগ সময় জেলেদের মাছ ধরার জালে আটকে ডলফিনের মৃত্যু হচ্ছে।

** কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো ২ মৃত ডলফিন
** কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
** বাগেরহাটে খাল থেকে মৃত ডলফিন উদ্ধার
** কুয়াকাটায় ভেসে এসেছে ১০ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন 
** ভোলা নদীর চর থেকে মৃত ডলফিন উদ্ধার 
** বাগেরহাটে জেলের জালে উঠলো মৃত ‘শুশুক’

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।