ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

খাদ্যের সন্ধানে এসে প্রাণ হারাল মেছো বাঘ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
খাদ্যের সন্ধানে এসে প্রাণ হারাল মেছো বাঘ

বরিশাল: নির্জন ধান ক্ষেতে ইঁদুর নিধনের জন্য দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিলুপ্তপ্রায় একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা বন কর্মকর্তারা।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ নভেম্বর) দিনগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার ধুরিয়াল গ্রামে।

ওই গ্রামের কৃষক আতাউর রহমান জানান, তার বসতবাড়ির পাশের নির্জন ধানক্ষেতে প্রতি রাতে বৈদ্যুতিক তার দিয়ে ইঁদুর নিধন করা হচ্ছিল।

বৃহস্পতিবার সকালে ধানক্ষেতের পাশে গিয়ে বৈদ্যুতিক তারে জড়ানো অবস্থায় মৃত মেছো বাঘটি দেখতে পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।