ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বুড়িশ্বর নদীর আমুয়ার চরে মৃত ডলফিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৮, ফেব্রুয়ারি ৭, ২০২২
বুড়িশ্বর নদীর আমুয়ার চরে মৃত ডলফিন

বরগুনা: বরগুনা জেলার আমতলী উপজেলাধীন বুড়িশ্বর নদীর আমুয়ার চরে মৃত একটি ডলফিন পাওয়া গেছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ৫ ফুট দৈর্ঘ্যের শুশুক প্রজাতির মৃত ডলফিনটি দেখতে পান নদীতে গোসল করতে যাওয়া স্থানীয় কিছু শিশু, কিশোর ও জেলেরা।

প্রত্যক্ষদর্শী জেলে শুরাত গাজী জানান, অর্ধগলিত ডলফিনটির শরীরের উপরিভাগের বিভিন্ন অংশের চামড়া উঠে গেছে এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সাগরে মৃত্যু হওয়া ওই ডলফিনটি সকালের জোয়ারে সাগর থেকে ভেসে ওই চরে এসেছে।

স্থানীয় সমাজসেবক মো. আমিনুল ইসলাম সোহেল তালুকদার বলেন, খবর পেয়ে ডলফিনটি দেখতে গিয়েছিলাম। স্থানীয় লোকজনকে ডলফিনটি মাটিচাপা দিতে বললেও তারা সেটা না করে জোয়ারের পানিতে ভাসিয়ে দিয়েছেন।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, ডলফিন ভেসে আসার কোনো খবর পাইনি। প্রত্যক্ষদর্শীদের উচিত ছিল মৃত ডলফিনটি মাটিচাপা দেওয়া।

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।