ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

চকরিয়ায় হাতি শাবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২২
চকরিয়ায় হাতি শাবকের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনের ভেতরে একটি বন্য হাতি শাবকের মৃত্যু হয়েছে।

বনবিভাগের ধারণা, দু-তিন দিন আগে লিভার ইনফেকশনে হাতি শাবকটির মৃত্যু হয়েছে।


 
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বিটের মধুরশিয়া সংরক্ষিত বনের ইদ্রিসের ঘোনা এলাকায় হাতি শাবকটির মৃত্যু হয়। রোববার (৯ অক্টোবর) সকালে স্থানীয় লোকজন হাতি শাবকটির মরদেহ দেখতে পায়।

বিকেলে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্ত শেষে হাতি শাবকটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। মনে হচ্ছে দু-তিন দিন আগে এটির মৃত্যু হয়েছে।  

ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. জুলকার নাইন বলেন, হাতি শাবকটির বয়স দুই থেকে আড়াই বছরের মতো হবে। লিভার ইনফেকশনে হাতি শাবকটির মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২২
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।