ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

ফিচার

ব্যয় বাড়বে মেষের, আর্থিক দুশ্চিন্তা কমবে মীনের

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১১, সেপ্টেম্বর ৮, ২০২৫
ব্যয় বাড়বে মেষের, আর্থিক দুশ্চিন্তা কমবে মীনের

আজ ৮ সেপ্টেম্বর, ২০২৫। দিনটি আপনার জন্য কেমন হতে পারে, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কোনো সংবাদে বিচলিত হতে পারেন। প্রিয়জনের জন্য উৎকণ্ঠা বাড়তে পারে। অকারণে ব্যয় বাড়বে। অতীতের কোনো ঘটনা মনের ওপর চাপ সৃষ্টি করতে পার। কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে): কোনো আশা পূরণ হতে পারে। নতুন যোগাযোগের পরিবেশ অনুকূলে। ভবিষ্যৎ পরিকল্পনায় বন্ধুর সহযোগিতা পাবেন। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিতে হবে। প্রিয় সঙ্গ আনন্দ দেবে।

মিথুন (২১ মে-২০ জুন): কর্মক্ষেত্র উদ্দীপনাপূর্ণ থাকবে। ব্যবসায় প্রসার লাভ হবে। আর্থিক ক্ষেত্র আগের তুলনায় আশাপ্রদ। পাওনা আদায়ে কিছুটা অগ্রগতি হবে। সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সব কিছু পরিচালনা করুন।

কর্কট (২১ জুন-২০ জুলাই): কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। প্রত্যাশা পূরণে বাধাবিঘ্ন দূর হবে। আগের তুলনায় মানসিক চাপ কমবে। শিক্ষার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে। সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে।

সিংহ (২১ জুলাই-২১ আগষ্ট): কোনো পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন। কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। দক্ষ ব্যবস্থাপনার অভাবে কাজে বিঘ্ন ঘটতে পারে। প্রিয়াজনের সমস্যায় উদ্বেগ থাকবে। প্রয়োজনীয় কাজে ধারাবাহিকতা বজায় রাখুন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। যৌথ কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা। প্রেমপ্রীতিতে সহযোগিতা পাবেন। সময়ের সঙ্গে চলা আপনার জন্য ভালো হবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): কোনো প্রচেষ্টায় বাধা আসতে পারে। উদ্বেগের মধ্যেই কোনো সুযোগ লাভ হবে। পারিপার্শ্বিক ঘটনা মানসিক শান্তি নষ্ট করতে পারে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। সুস্থ থাকুন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): কাজে অনুকূল পরিবর্তন আসতে পারে। অন্যের সহযোগিতায় আটকে যাওয়া কাজের অগ্রগতি হবে। প্রিয়জনের জন্য ব্যয় বাড়তে পারে। ফাঁকা সময়টা আপনজনের সঙ্গে কাটান। বিনোদন ও রোমান্স শুভ।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): কোনো শুভ প্রচেষ্টার অগ্রগতি হবে। স্থাবর সম্পত্তিসংক্রান্ত কোনো সমস্যা সমাধানের পথ পাবেন। কোনো ব্যতিক্রমী বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে। ইচ্ছাশক্তির জোরে বাধাবিঘ্ন কাটিয়ে উঠতে পারবেন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): কোনো সংবাদে আশাবাদী হবেন। আর্থিক যোগাযোগ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে। পরিশ্রম বাড়লেও মানসিক শান্তি থাকবে। গতিশীল দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যান। সিদ্ধান্তে স্থির থাকুন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কোনো প্রচেষ্টার ফল পেতে পারেন। অর্থের ঘর শুভ। কর্মক্ষেত্রে উদ্দীপনা থাকবে। কাজে দক্ষতার পরিচয় দিতে পারবেন। সামাজিক কাজে সুনাম বৃদ্ধি পাবে। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ব্যবহার করুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): উৎসাহ ও উদ্যমে অগ্রপথিকের ভূমিকা নিতে পারবেন। আপনার কাজে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আর্থিক বিষয়ে দুশ্চিন্তা কমবে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ নিতে পারেন। বিতর্ক এড়িয়ে চলুন।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।