ঢাকা: শীত, গ্রীষ্ম বা বর্ষায় নির্জনে বেড়াতে যাওয়ার কথা ভাবলে প্রথমেই মনে পড়ে রাত কাটানোর বিষয়টি। তাবুর চেয়ে যদি একটি ঘর পাওয়া যায় সে ক্ষেত্রে অনেক বেশি নিশ্চিন্তে বেরিয়ে পড়া যায় পরিবার নিয়ে।
কিন্তু যদি একটি ছোট বাড়ি নিয়েই বেড়াতে যাওয়া যায়? তাহলে কেমন হবে? এমন অবিশ্বাস্য খবরই দিয়েছেন নিউইয়র্কের একটি ডিজাইন ফার্ম।
প্রতিষ্ঠানটি বলেছে, পানির ট্যাংক দিয়ে এমনই বাড়ি বানানো হয়েছে, যা কেউ বেড়াতে গেলে সঙ্গে নিয়েই যেতে পারবে।
৯ বর্গমিটার (৯৬ বর্গ ফুট) আয়তনের ‘ট্যাকু-ট্যাংকু’ নামের এই বাড়ি এতই পাতলা যে একটি বাইসাইকেল দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় এটি।
কেবল সাইকেলেই নয়, গাড়ি, মোটর সাইকেলের পাশাপাশি পানিতে ভাসে বলে নৌকার মাধ্যমে নদী পথেও এটি এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়াও সম্ভব।
তিন হাজার লিটারের দু’টি পানির ট্যাংক একটি কাঠের ফ্রেম দিয়ে একত্রিত করে বাড়িটি নির্মাণ করা হয়েছে এবং এই ফ্রেমে যুক্ত করা হয়েছে বাড়ির প্রবেশ পথ।
বাড়িটিতে অনায়াসে একটি বিছানা এবং একটি করে টেবিল-চেয়ার রাখা যায়। এতে অনায়াসে ২-৩ জন লোক থাকতে পারবেন। রাতে আলোর জন্য রাখা হয়েছে সোলারচালিত এলইডি লাইট। তবে, অসুবিধা হলো বাড়িটিতে কোনো বাথরুম এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়নি।
বাড়িটির উদ্ভাবক মারসেলো ইটোরটেগাই এবং সারা ভ্যালেন্ট বলেন, এটি সহজে স্থানান্তর যোগ্য এবং আলাদা আলাদাভাবে খুলে ফেলা যায় বলে যেকোনো জায়গায় বসবাসের জন্য অসাধারণ। কেবল বেড়াতে যাওয়ার ক্ষেত্রে নয়, বাড়িতে অফিস হিসেবেও এটি ব্যবহার করা যেতে পারে।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪