ঢাকা: নারী অধিকারের যুগেও পৃথিবীব্যাপী নারীরা এখনও অধিকার বঞ্চিত। বহু সমাজেই তাদের মা, বোন বা মেয়ের থেকে বেশি কিছু ভাবা হয় না।
দেখে নিই এমন কিছু ছবি যা নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণে সৃষ্টি করেছে ইতিহাস। তাদের দৃঢ়তা, সাহস আর নতুন কিছু করার প্রত্যয় এ সব ছবিকে করে তুলেছে কালজয়ী।
আজ দেখে নেওয়া যাক প্রথম পর্বের ১০টি ছবি।
১৯৬৭ সাল। বোস্টন ম্যারাথনে প্রথম স্থান লাভ করেন ক্যাথেরিন সুইজার। পাঠক ছবি দেখলে বুঝবেন, তার এই সাফল্যে দৌড় আয়োজনকারীদের কেউই তেমন খুশি হতে পারেন নি!
১৯৪৪ সালে গানফায়ার থেকে শিশুদের রক্ষা করছেন ফরাসি মায়েরা।
ইউএস মেরিন কর্পস-এ যোগ দেওয়া প্রথম নারীদের কয়েকজন। সময়কাল ১৯১৮।
মড ওয়াগনার, প্রথম ট্যাটু করা নারী। সময়কাল ১৯০৭।
‘উইনি দ্য ওয়েল্ডার’, কাজ করছেন একটি শিপইয়ার্ডে। সময়কাল ১৯৪৩।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের নারী পাইলটরা।
সাঁতার পোশাকে অ্যানেত্তে কেলারম্যান। ১৯০৭ সালে এই পোশাক পরে ছবি তোলায় শালীনতা ভঙ্গের দায়ে পুলিশ তাকে আটক করে!
১৯৮০ সালের এক নারী সামুরাই।
নিজের বাড়ি রক্ষায় অস্ত্র হাতে ১০৬ বছরের এক আর্মেনিয়ান বৃদ্ধা। সময়কাল ১৯৯০।
এলন ও’নিল, একজন অন্যতম পেশাদার স্কেটবোর্ডার। সময়কাল ১৯৭৬।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪