ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

ফিচার

ইতিহাস সৃষ্টি করা নারীদের ছবি-২

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৪
ইতিহাস সৃষ্টি করা নারীদের ছবি-২ ছবি: সংগৃহীত

ঢাকা: নারী অধিকারের যুগেও পৃথিবীব্যাপী নারীরা এখনও অধিকার বঞ্চিত। বহু সমাজেই তাদের মা, বোন বা মেয়ের থেকে বেশি কিছু ভাবা হয় না।



তবে এটা অস্বীকারা করার উপায় নেই, তারাও ইতিহাস সৃষ্টি করে বদলে দিতে পারেন সভ্যতার গতিপথ। প্রতিযোগিতায় অংশ নিয়ে মোকাবেলা করতে পারেন চ্যালেঞ্জ।

দেখে নিই এমন কিছু ছবি যা নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণে সৃষ্টি করেছে ইতিহাস। তাদের দৃঢ়তা, সাহস আর নতুন কিছু করার প্রত্যয় এ সব ছবিকে করে তুলেছে কালজয়ী।

আজ দেখে নেওয়া যাক দ্বিতীয় পর্বের আটটি ছবি।

লিওলা এন কিং, যুক্তরাষ্ট্রের প্রথম নারী ট্রাফিক পুলিশ। সময়কাল ১৯১৮।

প্রথম নারী বাস্কেটবল দল। সময়কাল ১৯০২।

ফ্রান্সের নরম্যান্ডিতে যুক্তরাষ্ট্রের নার্স। সময়কাল ১৯৪৪।

বিখ্যাত বাইক গ্রুপ ‘হেল’স অ্যাঞ্জেলস’র প্রথম নারী সদস্যরা। সময়কাল ১৯৭৩।

ছবি তোলার জন্য নিউইয়র্কের ক্রাইসলার বিল্ডিংয়ে মার্গারেট ব্রুক-হোয়াইট। সময়কাল ১৯৩৪।

রোলার ডার্বিতে অংশ নিয়েছেন নারীরা। সময়কাল ১৯৫০।

এমিলিয়া এরহার্ট, বিমানে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া প্রথম নারী। সময়কাল ১৯২৮।

মেডিসিন নিয়ে পড়াশোনা করছেন আফগান নারীরা। সময়কাল ১৯৬২।  

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।