ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

ফিচার

এলিয়েনের চোখে পৃথিবী যেমন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৪
এলিয়েনের চোখে পৃথিবী যেমন ছবি: সংগৃহীত

ঢাকা: আট থেকে আশি, এলিয়েন নিয়ে ভাবেন না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। সবারই ভাবনা, তারা কেমন দেখতে, কি খায়, কি পরে, কীভাবে দেখে, তারা মানুষ চেনে কি-না ইত্যাদি ইত্যাদি! ভাবনাগুলো সব আমাদের দিককার।



ধরে নেই, অনন্ত নক্ষত্ররাজির কোথাও না কোথাও তারা আছে। তাহলে অবধারিতভাবে একটা প্রশ্ন এসেই যায়, এলিয়েনরা আমাদের নিয়ে কি ভাবে!

আমরা যেমন নানা পরীক্ষা আর গবেষণায় তাদের খুঁজে পাওয়ার চেষ্টা করি, তারাই বা আমাদের কীভাবে দেখে!  

সম্প্রতি দুই নভোচারী রেইড ওয়াইজম্যান ও আলেকজান্ডার গার্স্ট ঘুরে এলেন মহাকাশ কেন্দ্র (ইন্টারন্যাশন্যাল স্পেস স্টেশন) থেকে। এ দুই জুটি এ ব্যাপারটিই পৃথিবীর উপরিভাগ থেকে কাল্পনিক চিত্র তৈরি করে দেখালেন।
গত জুন থেকে আগস্ট সময়কালে মহাকাশ কেন্দ্র থেকে ছবিগুলো তারা ফেসবুকে প্রকাশ করলে সেটি খবর হয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আসে।  

দেখে নেওয়া যাক দূরবর্তী কোনো নক্ষত্র থেকে আমাদের পৃথিবী।

দূরবর্তী আলোকবর্ষ থেকে পৃথিবীর উপরিভাগের আকার ও গঠন।

অতি দূরের কোনো গ্রহ-নক্ষত্র থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা।

টেক্সাসের হউস্টন থেকে গ্যালভেস্টনের পথ।

এলিয়েনের চোখে প্রশান্ত মহাসাগর

অস্ট্রেলিয়ার একাংশ

ইংল্যান্ডের পড়ন্ত বিকেল

মহাসাগরের সূর্যাস্ত

জার্মানির কুনজেলসাউ শহর

সাহারা মরুভূমি

উত্তর ভারতের বন্যা

বাংলাদেশ সময়: ০৭৫৩ সেপ্টেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।