ঢাকা: নারী অধিকারের যুগেও পৃথিবীব্যাপী নারীরা এখনও অধিকার বঞ্চিত। বহু সমাজেই তাদের মা, বোন বা মেয়ের থেকে বেশি কিছু ভাবা হয় না।
তবে এটা অস্বীকারা করার উপায় নেই, তারাও ইতিহাস সৃষ্টি করে বদলে দিতে পারেন সভ্যতার গতিপথ। প্রতিযোগিতায় অংশ নিয়ে মোকাবেলা করতে পারেন চ্যালেঞ্জ।
দেখে নিই এমন কিছু ছবি যা নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণে সৃষ্টি করেছে ইতিহাস। তাদের দৃঢ়তা, সাহস আর নতুন কিছু করার প্রত্যয় এ সব ছবিকে করে তুলেছে কালজয়ী।
আজ দেখে নেওয়া যাক শেষ পর্বের সাতটি ছবি।
লস অ্যাঞ্জেলেসে নারী বক্সিং। সময়কাল ১৯৩৩।
সমমজুরির জন্য ‘নারী স্বাধীনতা জোট’র সমাবেশ। সময়কাল ১৯৭০।
মধ্যাহ্নভোজনে নারী রেলকর্মীরা। সময়কাল ১৯৪৩।
সাবিনা গোকচেন (তুর্কি), প্রথম যুদ্ধবিমানের পাইলট। সময়কাল ১৯৩৭।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে এক ইহুদি নারীকে লুকিয়ে রক্ষা করছেন একজন মুসলিম নারী।
সমকামী অধিকারের পক্ষে গান গেয়ে সমাবেশ করছেন জিন ম্যানফোর্ড। সময়কাল ১৯৭২।
গারট্রুড এডার্লে, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম নারী সাঁতারু। সময়কাল ১৯২৬।
বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪