ঢাকা: ‘এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো...’। উত্তম-সুচিত্রা’র লিপসিংয়ে গানটি জীবনে কতবার গেয়েছেন তার হয়তো কোনো ইয়ত্তা নেই? আর সেই পথ যদি হয় স্বপ্নের মতো সুন্দর, আর সঙ্গে থাকে প্রিয়জন তবে সেটি হবে অন্যরকম অনুভূতির।
গানের ভাবানুবাদ যাই হোক, তবে আক্ষরিক অনুবাদে বিশ্বজুড়ে এমন সব পথ আছে যেখানে হাঁটলেই ভুলে যাবেন ফেরার বাড়ি কথা। বাজি ধরে বলতে পারি, মনে তখন এই একটি লাইনই ঘুরে-ফিরে আসবে!
‘যে পথ পুষ্পে বিছানো’, আর কবিতায় পড়তে হবে না। শুধু পুষ্প কেনো, লতাপাতা আরও কত কী বিছানো আছে, তা না হাঁটলে বুঝবেন কী করে!
শিরোনাম আরেকবার পড়ে নিন আর মিলিয়ে নিন ছবি দেখে। দ্বিতীয় পর্বে থাকছে আটটি ছবি।
মাউন্ট রেইনার (ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র)
স্প্রিং ইন উডবার্ন (অরেগন, যুক্তরাষ্ট্র)
ডার্ক হেজেস (আয়ারল্যান্ড)
তাইপিং মাউন্টেইন পাথ (তাইওয়ান)
হিতাচি সি সাইড পার্ক পাথ (জাপান)
ফরেস্ট ট্রেইল (ব্যাভারিয়া, জার্মানি)
ফরেস্ট পাথ (রাশিয়া)
ক্যাম্পিংনা ন্যাশনাল পার্ক (ইতালি)
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪