ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১

.... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে [email protected] ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।


বন-বাদাড় ডিঙিয়ে, পাহাড় মাড়িয়ে মারমা নারীরা ফিরছে বাড়িতে। চন্দ্রঘোনা থেকে ছবিটি তুলেছেন চট্টগ্রামের শ্রেয়া।

তারে বসা ফড়িং! লাকসাম থেকে ছবিটি তুলেছেন রিয়াজুল করিম।

সাতছড়ি টি স্টেটে পড়ন্ত বেলার সূর্য। তেলিয়াপাড়া চা বাগান থেকে ছবিটি তুলেছেন রাজধানীর মেহেদী হাসান।

যমুনা নদীর চরে জেলেদের ছোট গ্রাম। যমুনা ব্রিজ থেকে ছবিটি তুলেছেন ঢাকা, শ্যামলীর আবুল কাশেম দিপু।

সমুদ্র সৈকতের মলিন বালুকাপ্রান্তরে রঙবেরঙের ঝাণ্ডা উড়িয়েছে নৌকাগুলো। ছবিটি টেকনাফের সমুদ্র সৈকত থেকে ক্যামেরাবন্দি করেছেন রাজধানীর তানিয়া আফরিন।

নাটোরের সিংড়া থেকে এ ছবিটি তুলেছেন রাজধানীবাসী ফজলে রেজওয়ান করিম।

পাতায় টলটলে জলের মনোরম এ দৃশ্য ধারণ করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা পারভেজ আনজাম মুনির।

রাতারগুল সোয়াম্প ফরেস্টর প্রাকৃতিক সৌন্দর্যের এ ছবিটি হাদারপার বাজার থেকে পানতুমাই যাওয়ার পথে ক্যামেরায় ধারণ করেছেন রাজধানীর মোহাম্মদপুরের খোন্দকার শাহীদ হায়দার।

মেঠোপথে ভ্যান ভর্তি লাকড়ি বহন করছে শ্রমিকরা। বনবাংলা গ্রাম, মুক্তাগাছা, ময়মনসিংহ থেকে ছবিটি তুলেছেন ঢাকা, পল্টনের তাজুল ফাত্তাহ।

কচি লাউয়ের গায়ে শিশির কণা। রাজাফৈর, কালিহাতী, টাঙ্গাইল থেকে ছবিটি তুলেছেন রাজধানীর রবিউল হাসান খান।

বাংলাদেশের ঐতিহ্যবাহী রেলসেতু পাকশী হার্ডিঞ্জ ব্রিজের এ ছবিটি তুলেছেন পাবনার মো. আরিফুল ইসলাম।

গাছের প্রতিটি ডালে কাঁঠাল। ময়মনসিংহ থেকে ছবিটি তুলেছেন ‍নাজমুল হাসান।

কুতুবদিয়া সৈকতে দিনের শেষে ঢলে পড়া সূর্য। সাভারের দেব দুলাল সাহার ক্যামেরায় তোলা ছবি।

** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।