ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

ফিচার

কলার ছড়ায় প্রাণঘাতী মাকড়সার ডিম!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
কলার ছড়ায় প্রাণঘাতী মাকড়সার ডিম!

ঢাকা: ইংল্যান্ডের অ্যাসেক্স শহরের এক মা অ্যাবি উডগেট (৩০)। স্থানীয় হোম ডেলিভারি সার্ভিস থেকে রোজ প্রয়োজনীয় জিনিসপত্র নেন।

সম্প্রতি পরিবারের জন্য বেশকিছু কলা কিনে তার চোখ কপালে ওঠার জোগাড়!

প্রথমে ব্যাপারটা ধরতে পারেন নি। কলার ছড়ার ভেতরে সাদা ডিমের মতো দেখে ভেবেছিলেন হয়তো পোকা ধরেছে। তবে সন্দেহ যায় নি।

শেষে খোঁজ নিয়ে জানা গেল, পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সার ডিম ছিল সেগুলো!

ভয়ঙ্কর এ প্রাণঘাতী মাকড়সা সাধারণত ব্রাজিলে দেখা যায়। এক কামড়েই নিশ্চিত মৃত্যু বলে ‍অন্য প্রাণীরাও ভয় পায় এদের।  

শোনা যাক মা অ্যাবির মুখেই, আমি প্রথমে ভেবেছিলাম এগুলো ব্যাঙের ডিম। অত শত না ভেবে সেগুলো ময়লার ঝুড়িতে ফেলে দিই।

গল্পের ছলে এক কীটপতঙ্গ বিশেষজ্ঞকে বলতে, তিনি সেই অদ্ভুত ডিমের ব্যাপারে আগ্রহী হয়ে উঠলেন। পরে পরীক্ষা করে নিশ্চিত হন যে, এটি ভয়ঙ্কর এক মাকড়সার ডিম, যোগ করেন অ্যাবি।    

যথারীতি এ ঘটনা পৌঁছে যায় টেসকো স্টোর নামে ওই কলা সরবরাহকারী দোকান কর্তৃপক্ষের কানে।  

তারা জানান, পুরো ব্যাপারটি তাদের অগোচরে ঘটেছে। তবে প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে ভবিষ্যতে তারা আরও সতর্ক হবেন। মা ‍অ্যাবির কাছেও দুঃখ প্রকাশ করেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।