ঢাকা: শিরোনাম পড়েই মুখ বেঁকিয়ে ফেললেন তো! বলে রাখছি, পুরোটা পড়ার পর মুখ আবার জায়গামতোই আনতে হবে।
হল্যান্ডের এক শিল্পী, নাম বার্ট।
বেশ কিছুদিন আগে তার প্রিয় পোষা বিড়ালটি মারা যায়। তখন থেকেই ভাবছিলেন, প্রিয় বেড়ালের শোককে কীভাবে স্মৃতিতে রূপান্তর করা যায়।
![](files/September_2014/September_11/fitar_1_665117660.jpg)
যেই ভাবা সেই কাজ! লেগে গেলেন কাজে। বিড়ালের পেটের ভিতর ঢুকিয়ে দিলেন রেডিও নিয়ন্ত্রণের যন্ত্রাংশ। চারপাশে অন্যান্য যন্ত্রপাতি জুড়ে বিড়ালকেই বানিয়ে ফেললেন একটি রেডিও নিয়ন্ত্রিত হেলিকপ্টার!
হঠাৎ দেখলে মনে হবে, একটি জ্যান্ত বিড়াল চার পা ছড়িয়ে উড়ছে। বিড়াল ঠিকই উড়ছে, তবে মৃত আর যন্ত্র হয়ে!
বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪