ঢাকা: বাবল গাম প্রিয় সবার। বিশেষ করে শিশুদের কাছে।
কিন্তু আজকের গল্পটি অন্য বাবলের। ভাবুন তো এই বাবলের মধ্যে আপনি বসছেন, গল্প করছেন, রাত্রিযাপন করছেন! চারপাশের প্রকৃতি আপনাকে দেখছে, সঙ্গ দিচ্ছে। তাদের দেখছেন আপনিও, আর চমকিত হচ্ছেন প্রতি মুহূর্তে।
এভাবে সময় কেটে যাচ্ছে বন- জঙ্গল, পাহাড়ে, সাগরসৈকতে। স্বপ্ন নয়, সত্যিই এমন অসাধারণ পরিবেশে সময় কাটানোর সুযোগ এনেছেন ডিজাইনার পিয়েরে স্টিভেন। যাকে বলা হচ্ছে বাবল ট্রি।
এই বাবল ট্রি তাঁবুর মতোই। তবে প্রচলিত তাঁবুর সঙ্গে মেলানো যাবে না। চার ধরনের বাবলের মধ্যে একটি ক্রিস্টাল বা সম্পূর্ণ স্বচ্ছ বাবল, ব্যক্তিগত বাবল রুম, বাবল লজ এবং ট্রি-মাউন্ট বাবলড্রপ।
বাবলগুলো চেয়ার, টেবিল, বেড, আলোকসজ্জাসহ নানান সুবিধাসম্পন্ন। আপনি ইচ্ছে করলে এই বাবল ট্রি কিনতে বা ভাড়া নিতে পারবেন।
ডিজাইনার পিয়েরে স্টিফেন ডুমাস মানুষকে সুন্দর প্রকৃতিঘেরা পরিবেশে অবসর উপভোগ করতে উপযোগী উপাদানে এটি তৈরি করেছেন।
পাহাড়, সাগর, তুষারপাত- যাই উপভোগ করতে চান না কেন বাবল ট্রির বিকল্প সত্যি একটু অমিল!
বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪