ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

৯০ বছর পর আলাদা!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪
৯০ বছর পর আলাদা! ছবি : সংগৃহীত

ঢাকা: আজ থেকে ৯৬ বছর আগে জন্ম নেয় দুই জমজ বোন। নাম জোয়ান ও জেসি বেকার।

পৃথিবীর আলো দেখার পর থেকেই শুরু। সেই থেকে একসাথে নাওয়া-খাওয়া, ঘুম, খেলা, মান-অভিমান।

এভাবেই কেটে গেল ৯০টি বছর। এমনকি তারা বিয়ে পর্যন্ত করেননি। এই এতগুলো বছর দু’জন একই রকম কাপড় পরেছেন, একই স্কুলে পড়েছেন, এমনকি চাকরিও করেছেন এক প্রতিষ্ঠানে।

নয় দশক পর এসে তারা ঠিক করলেন, অনেক হয়েছে, আর নয়। এবার আলাদা হবার পালা। কিন্তু কী এমন ঘটলো, যার জন্য প্রায় এক শতাব্দী পর আলাদা হলেন!
কারণ হিসেবে ইংল্যান্ডের পেলসাল শহরের দুই বোন বলেন, শুধুমাত্র জীবনকে একটু অন্যরকমভাবে উপভোগ করার ইচ্ছে। সম্পর্ক আগের জায়গাতেই আছে, শুধু তারা থাকছেন আলাদা।

ছয় বছর হতে চললো তারা এখন আলাদা বাড়িতে থাকেন। তাও পাঁচ মিনিট হাঁটাপথের দূরত্বে।

এ বিষয়ে জোয়ানের বক্তব্য, জেসি আমার থেকে ২০ মিনিটের ছোট। আমরা সবসময় একসঙ্গে থাকতে পছন্দ করতাম। এতবছর একসঙ্গে থাকার পর, আমরা অন্যরকম কিছু করার কথা ভাবলাম।

সারাজীবন সবকিছুতে দু’জন এক, নতুন জীবনে কে কোথায় আলাদা হলেন সেটা শোনা যাক।

আমার পছন্দ বাংলো বাড়ি আর জোয়ানের চাওয়া ছিল নীচতলার একটি ফ্ল্যাট। আমরা নানাভাবে আলাদা হওয়ার চেষ্টা করেছিলাম। ব্যাপারগুলো খুব মজার, এবার মুখ খোলেন জেসি।

তা কেমন কাটছে একে অপরকে ছেড়ে! ২০ মিনিটের বড়বোন জোয়ান জানালেন, আমরা এখন আলাদা থাকি ঠিকই, কিন্তু আমরা আগের মতোই একসঙ্গে আছি। যতটা পারি আমরা আগের মতো সময় কাটাই, মজা করি।

এ দুই অবিচ্ছেদ্য জোড় প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার (১৯১৮) কয়েক মাস আগে পৃথিবীতে আসেন। যেন তারা আসতেই থেমে গেল রক্তক্ষয়ী এ সংঘর্ষ।

মৈত্রী আর বন্ধনের প্রতীক হিসেবে তারা আজও পৃথিবীতে রয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।