ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ছাতায় ঢাকা সমুদ্র সৈকত

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪
ছাতায় ঢাকা সমুদ্র সৈকত ছবি: সংগৃহীত

ঢাকা: উপর থেকে দেখলে মনে হবে, এটা শুধুমাত্র ছাতার দেশ। এখানে গাছপালা, বাড়িঘর, মানুষজন কিছুই নেই।

যতদূর চোখ যায় শুধু ছাতা আর ছাতা।

খোঁজ নিয়ে জানা গেল, এই ছাতার দেশটি ইতালির আদ্রিয়াতিক উপকূলে। ছাতা দিয়ে ঘেরা সমুদ্র সৈকতটির খোঁজ দিলেন জার্মানির আলোকচিত্রী বার্নহার্ড ল্যাং।  
রোজ হাজারো সূর্যপূজারী সোনালি বালির উপর শুয়ে থাকেন। তাদের মাথার উপর থাকে বাহারি রঙের ছাতা।

হাজারো রঙিন ছাতার ভিড়ে অসাধারণ এক জ্যামিতিক নকশার সৃষ্টি হয়। যার বর্ণচ্ছটা গিয়ে পড়ে বালি আর সমুদ্রের জলে। আর উপর আর নীচ থেকে নানা ভঙ্গিমায় ছাতায় ঢাকা সমুদ্র সৈকত ফ্রেমবন্দি করেছেন আলোকচিত্রী বার্নহার্ড।

এ নয়নাভিরাম দৃশ্যকে কামেরায় ধারণ করে তার উপলব্ধি, উপর থেকে দেখলে বোঝা যায় আমরা অতি ক্ষুদ্র সৃষ্টি মাত্র। আমরা এতটা গুরুত্বপূর্ণও নই, যতটা আমরা ভাবি!
   
নীল জলরাশি আর লাল-কমলা-সবুজের মেলা।

যতদূর চোখ যায় ছাতা আর ছাতা!

 আর কত রঙ চাই!

আছে লাল-কমলাসহ আরও কত রঙ।

চোখ জুড়ানো সাদার সুন্দর।

রঙ মেলানো রঙের বাহার

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।