ঢাকা: উপর থেকে দেখলে মনে হবে, এটা শুধুমাত্র ছাতার দেশ। এখানে গাছপালা, বাড়িঘর, মানুষজন কিছুই নেই।
খোঁজ নিয়ে জানা গেল, এই ছাতার দেশটি ইতালির আদ্রিয়াতিক উপকূলে। ছাতা দিয়ে ঘেরা সমুদ্র সৈকতটির খোঁজ দিলেন জার্মানির আলোকচিত্রী বার্নহার্ড ল্যাং।
রোজ হাজারো সূর্যপূজারী সোনালি বালির উপর শুয়ে থাকেন। তাদের মাথার উপর থাকে বাহারি রঙের ছাতা।
হাজারো রঙিন ছাতার ভিড়ে অসাধারণ এক জ্যামিতিক নকশার সৃষ্টি হয়। যার বর্ণচ্ছটা গিয়ে পড়ে বালি আর সমুদ্রের জলে। আর উপর আর নীচ থেকে নানা ভঙ্গিমায় ছাতায় ঢাকা সমুদ্র সৈকত ফ্রেমবন্দি করেছেন আলোকচিত্রী বার্নহার্ড।
এ নয়নাভিরাম দৃশ্যকে কামেরায় ধারণ করে তার উপলব্ধি, উপর থেকে দেখলে বোঝা যায় আমরা অতি ক্ষুদ্র সৃষ্টি মাত্র। আমরা এতটা গুরুত্বপূর্ণও নই, যতটা আমরা ভাবি!
নীল জলরাশি আর লাল-কমলা-সবুজের মেলা।
যতদূর চোখ যায় ছাতা আর ছাতা!
আর কত রঙ চাই!
আছে লাল-কমলাসহ আরও কত রঙ।
চোখ জুড়ানো সাদার সুন্দর।
রঙ মেলানো রঙের বাহার
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪