ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

সাগরতলে রেস্টুরেন্ট!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪
সাগরতলে রেস্টুরেন্ট! ছবি: সংগৃহীত

ঢাকা: একবার ভাবুন তো, আপনি সমুদ্রের নীল জলরাশির মধ্যে বসে আছেন। চারপাশে ঘুর ঘুর করছে রংবেরঙের মাছ।

কোনোটা এসে ঠোকর মারছে আপনার মুখের কাছে। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু ছুঁতে পারছেন না। শুধু বসে নেই, আপনি খাবারও খাচ্ছেন পানির নিচে বসে!

হ্যাঁ, যা ভাবছেন সবই সত্যি। বিশ্বের একমাত্র সাগরতলের রেস্টুরেন্টের পরিবেশ এমনই। সমুদ্রের ১৬ ফুট নিচে অবস্থিত রেস্টুরেন্টটি।

নাম ইটহা। পানির নিচের এ রেস্টুরেন্টটি সমৃদ্ধ কোরাল ও বাগান দিয়ে সাজানো।

মালদ্বীপে এ রেস্টুরেন্টটি বিশ্বের একমাত্র পানির নিচের রেস্টুরেন্ট।

রেস্টুরেন্টটি নির্মিত হয় ২০০৫ সালে। হিলটন মালদ্বীপ রিসোর্ট অ্যান্ড স্পা ইন রাঙ্গলি আইল্যান্ডের অধীনে দেশটির রাঙ্গলিফিনোলহুতে এটি পরিচালিত হয়।

রেস্টুরেন্টটির ডিজাইন করেছে নিউজিল্যান্ডের ফার্ম এমজে মারফি লিমিটেড। পুরো রেস্টুরেন্টটি বাঁকানো স্বচ্ছ পলিমার অ্যাক্রেলিক দিয়ে মোড়ানো।

দেখে মনে যেন কোনো অ্যাকুরিয়াম। এর ভিতরে বসে খাওয়ার বিষয়টিও অ্যাকুরিয়ামের ভিতরে বসে থাকার মতোই।

রেস্টুরেন্টটিতে একসঙ্গে ১৪ জন বসে খেতে পারেন। খাওয়ার সময় নানা রঙের মাছ, স্টিং রে, হাঙরের বিচরণ আপনাকে মুগ্ধ করবে।

বিশ্বের শ্রেষ্ঠ রোমান্টিক স্থান হিসেবে স্বীকৃত মালদ্বীপের মতো জায়গায় নিঃসন্দেহে ভিন্নতা এনে দেবে এমন একটি রেস্টুরেন্ট।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।