ঢাকা: প্রকৃতিতে এখন শরৎ রাজের খেলা। শরৎ মানেই অবধারিত নীলাকাশে সাদা মেঘের ওড়াউড়ি।
সবসময় এরকম চিরন্তনী তথা ক্ল্যাসিকাল দৃষ্টিতে শরৎকে দেখে অভ্যস্ত আমরা। বরং চিরচেনা মেঘকে এবার অন্যভাবে দেখা যাক।
শিরোনাম পড়েই বুঝতে পারছেন কী হতে চলেছে। হ্যাঁ, মেঘ নিয়ে ঠাট্টা-তামাশা, তবে সেটা ছবিতে। ওয়েব জগত থেকে সংগৃহীত ছবিগুলো তুলেছেন বিভিন্ন আলোকচিত্রী। এটা এই জন্যে বলা, ছবিগুলো মোটেই ফটোশপে তৈরি করা নয়।
ভূমিকা অনেক হলো, এবার দেরি না করে ঠাট্টা শুরু করা যাক। এই পর্বে থাকছে নয়টি ছবি।
আকাশে নখের আঁচড়। ছবি কৃতজ্ঞতা হোর্স্ট বার্নহার্ট।
ড্রাগনের মুখ থেকে বের হওয়া লেলিহান(!) মেঘ। ছবি কৃতজ্ঞতা হোর্স্ট বার্নহার্ট।
পরিবেশ দূষণের জন্য মেঘও দায়ী! ছবি কৃতজ্ঞতা অ্যালেক্স স্টোয়েন।
অসীম আকাশে তুলির আঁচড়। ছবি কৃতজ্ঞতা মার্টি হোগান।
মেঘ চাই? এই নাও স্প্রে করে দিলাম! ছবি কৃতজ্ঞতা ডেলাকর।
রোবটের হাতের জাদুতে আকাশে ছেয়ে গেল মেঘ। ছবি কৃতজ্ঞতা হোর্স্ট বার্নহার্ট।
গোলাবর্ষণের পর কামানের ধোঁয়া। ছবি কৃতজ্ঞতা গুলিয়া পিউ।
দু’হাতে ধরে রেখেছি মেঘ। ছবি কৃতজ্ঞতা কিমদোহি।
এই ছবি ব্যাপারে মন্তব্য না করাই ভালো! ছবি কৃতজ্ঞতা রেডিট।
** মেঘের সঙ্গে ঠাট্টা-১
বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪