ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

উত্তেজনায় আইফোন-৬ ফেলে দিলেন প্রথম ক্রেতা (ভিডিও)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪
উত্তেজনায় আইফোন-৬ ফেলে দিলেন প্রথম ক্রেতা (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: অতি উত্তেজনায় আইফোন হাত থেকেই ফেলে দিলেন বিশ্বের প্রথম আইফোন-৬ ক্রেতা!

সেই সৌভাগ্য ও দ‍ুর্ভাগ্যবান ব্যক্তি দুটোই এখন অস্ট্রেলিয়ার জ্যাক। সৌভাগ্যবান প্রথম ব্যক্তি হিসেবে আইফোন-৬ কিনে আর দুর্ভাগ্যবান সেটি হাত থেকে ফেলে দিয়ে!
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও প্রথম আইফোন-৬ ক্রেতা হিসেবে জ্যাকের নামটি প্রকাশ পায়।

 

এদিকে পূর্বঘোষিত ১৯ সেপ্টেম্বরেই অষ্ট্রেলিয়া, জাপান ও ইউরোপের বাজারে এলো বহু আকাঙ্ক্ষিত অ্যাপলের এ স্মার্টফোনটি। প্রথম দিনেই তাই দোকানগুলোতে আইফোন-৬ কেনার জন্য লাইন পড়ে যায়।

অস্ট্রেলিয়ার পার্থে এরকম কোনো দোকানের বাইরের অবস্থা সরাসরি সম্প্রচার করছিল স্থানীয় একটি টিভি চ্যানেল। আর এই দোকান থেকেই জ্যাক আইফোন-৬ কেনেন। স্বাভাবিকভাবেই সংবাদকর্মীর প্রধান আগ্রহ তখন প্রথম আইফোন-৬ ক্রেতাকে ঘিরে।

এসময় টিভিতে অনুভূতি প্রকাশ করতে গিয়ে উত্তেজনায় হাত থেকে নতুন আইফোনটি ফেলে দেন জ্যাক।

** ভিডিও দেখতে এখানে ক্লিক করুন 


বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।