ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।

এক. চেরা কাঠের বুকে এ যেন নতুন জীবনের গান। সিলেট থেকে ছবিটি তুলে পাঠিয়েছেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র দীপঙ্কর রায়।

দুই. সবুজ ধানক্ষেতের ওপরে নীল আকাশে সাদা মেঘ। কুড়িগ্রামের রাজারহাটের পান্থাপাড়া থেকে যেন এক টুকরো বাংলাদেশেরই ছবি তুলে পাঠিয়েছেন মুহিব মোরসালিন।

তিন. মাটির সানকির খামাল। চাঁদপুরের হাজীগঞ্জ মধ্যবাজারে বানিয়াপট্টির কুমার বাড়ির আঙিনা থেকে ছবিটি তুলে পাঠিয়েছেন স্থানীয় সংবাদ কর্মী কামরুজ্জামান টুটুল।

চার. ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে উপমহাদেশের প্রখ্যাত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর বাবা-মায়ের অরক্ষিত কবরের এ দৃশ্য তুলে পাঠিয়েছেন মনিরুজ্জামান সরকার।

পাঁচ. সাভারের বাইশ মাইল এলাকা থেকে রাস্তার পাশের ময়লার ভাগাড়ের এই ছবিটি তুলে পাঠিয়েছেন গণবিশ্ববিদ্যালয় সংবাদিক সমিতি সভাপতি আসিফ আল আজাদ।  

ছয়. মুখায়ববজুড়ে ছড়ানো বলিরেখায় যেন ফুটে উঠেছে বয়সেরই মানচিত্র। ফরিদপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে ছবিটি তুলে পাঠিয়েছেন এসই মাসুম আহমেদ।

সাত. বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল গ্রাম থেকে মাছ ধরার এ দৃশ্য তুলে পাঠিয়েছেন আমিনুল শ্রাবণ।

আট. ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বাইপাসে আন্তনগর ট্রেনের ছুটে চলার এ দৃশ্য তুলে পাঠিয়েছেন ওই ট্রেনেরই যাত্রী ইমরান নাজির।

নয়. সিলেটের জাফলং থেকে অলস বসে থাকা এই নৌকাসারির ছবি তুলে পাঠিয়েছেন কাঁকন দেব।
banglanews24_18
দশ. শীতলক্ষ্যা নদী এই দৃশ্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তুলে পাঠিয়েছেন সাগর বর্মন।

এগারো. স্কুলে যাওয়ার বয়সেই ক্ষুদ্র ব্যবসায় বাবার সঙ্গী এক শিশু। খুলনা থেকে ছবিটি তুলে পাঠিয়েছেন এস জামান

বারো. ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কাঁচেরকোল গ্রাম থেকে দূরন্ত শৈশবের এই ছবিটি তুলে পাঠিয়েছেন তন্ময়।

তেরো. বগুড়া থেকে ছবিটি তুলে পাঠিয়েছেন রাশেদ উল কবির।

চৌদ্দ. পাবনার বেড়া থেকে জলের ওপরে মেঘ-আকাশের এই দৃশ্য তুলে পাঠিয়েছেন আসাদ রাসেল।

পনেরো. বিকিকিনির ফুরসতে শান্তির ঘুম। রাজশাহী থেকে ছবিটি তুলে পাঠিয়েছেন প্রব‍াসী শিক্ষার্থী শুয়াইব আখতার।

ষোলো. চাঁদপুর লঞ্চঘাটের এই ছবিটি তুলে পাঠিয়েছেন তৌহিদুল ইসলাম শোভন।

সতেরো. মৎস্য ভবনের ওপর থেকে রমনার এ ছবিটি তুলে পাঠিয়েছেন এফআই মানিক।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।